কেউ বলে,'ভাই ছন্দ কিসের? নদী তো বয় আপন বেগে!
বাঁধ যদি দাও হঠাৎ করে কাব্যদেবী যাবেই রেগে।'
রসিক বলে, 'নদীর ভাষা বুঝতে আগে শেখো
ছন্দ জেনে তবেই তুমি নিজের মতো লেখো,
সাগর পাড়ি দিতে হলে শিখতে হবে সাঁতার,
নইলে অহং শুধুই ভড়ং, দোষটা যে ভাই মাথার।
মানছি নদী আপন বেগে চলছে ইচ্ছে মতো,
ঢেউবাদে সে চলতো যদি,বলো কেমন হতো?
দেখছো না ঐ পাহাড় বেয়ে ঝর্ণা কেমন ঝরে
ঝর্ণা তো নয় ছন্দে যেন পাহাড়ের বুক ভরে!
গায়কিটা শিখতে হবেই চাইলে হতে গায়ক
নইলে ধনুক থাকবে হাতে, ভুল নিশানায় সায়ক।
লতা রফি ক্লাসিক জেনেই গায় যে যেমন খুশি,
উর্বরতা চাই যে আগে নইলে সবই ভুষি।
'বই ছাপালেই কবি হলাম' ধারণাটাই ভ্রান্ত,
রসিকজনে রস না পেলে পড়লে হবেই ক্লান্ত।
শঙ্খ সুনীল দাশ রাহমান ছন্দ সবাই জানে
তাই তো তারা ছন্দ ভেঙেও রসের ধারা আনে।
হাসবো না ভাই যেমন বলে রামগরুড়ের ছানা
তেমন করে বলছো শুধুই শিখবো না না না না।
একগুঁয়ে ভাব মানায় কি ভাই চাইলে হতে কবি?
আঁকিবুকি শিখতে হবেই আঁকতে হলে ছবি।
ট্রেকিং শিখে পাহাড় চড়ো, দেবেই শিখর ধরা
নইলে যে ভাই অন্ধ খাদে মিছেই ঘোরাফেরা।'