যন্ত্রণাও সুন্দর হতে পারে,
কাঁটায় বিক্ষত ফুল-ধরা আঙুল তা জানে।
অথচ উড়ে যায় পোষমানা ঈগল
চওড়া কাঁধের নিরাপদ আশ্রয় ছেড়ে,
মেঘেদের দেশে নাকি কাঁটাহীন গোলাপের চাষ!
যদিও মাটিতে স্বচ্ছ সরোবর,
মরালের অবাধ উদ্দাম জলকেলি,
দুলে ওঠে নরম মৃণাল।
কে যেন বলেছিল, যদি উড়তে চাও ঈগলের সাথে
তবে ত্যাগ করো মরালের সাথে জলকেলি।
বড় কঠিন এ নির্বাচন!
উড়তে চাও ঈগলের সাথে?
নাকি হতে চাও মরালের নর্মসহচর?
মাথা তুললে মেঘলা আকাশ,
মাথা নত করলে স্বচ্ছ সরোবর ...