স্বপ্ন বুনতে ভাল লাগে খুব
ইচ্ছে মতো সাঁতার কাটা, ইচ্ছে মতো ডুব,
একটুখানি আলো, অনেকখানি আঁধার
দারুন মজা সমাধানে অনেকগুলো ধাঁধার,
চিরশরৎ মনের আকাশ, সাদা মেঘের বাস
চোখের রঙে সাদা মেঘে ফুটছে হাজার কাশ,
ভাবতে পারি চাঁদনি রাতে আছো রেলিং ধরে
কখন আমি করবো জগিং স্বর্ণালি সেই ভোরে,
আলোক-ছটা যতই বলুক খলনায়কের পাশে
তখন নাকি খাচ্ছো আদর, স্বপ্ন কি আর ভাসে?
স্বপ্ন থাকে হাতেই ধরা,ছেনায় তাকে সাধ্য কার?
রেলিং-ধরা তোমার ছবি উঠবে ফুটে বারম্বার।
মৌন আছো, মৌন থাকো, বেশ তো লাগে মৌনতা
কল্প-কথায় মিষ্টি প্রেম, কল্প-কথায় যৌনতা।
মুখর হলেই পাড় ভেঙে যায়,ঘর-বাড়ি-গাছ নদীরতলায়
যে সব কথা গদ্য গড়ে, কি কাজ তবে সেসব বলায়?
তার চে' বরং গীত লিখে যাই, রচি মধুর সুর
তোমার ঠোঁটে বসিয়ে সে গান গদ্য করি দূর।