শান্ত আছি জলের মতো
দিচ্ছ তুমি ইচ্ছে-সাঁতার,
ভাবছো আমি এমনি করেই
সইবো জ্বালা সকল কাঁটার?
সইতে পারি কাঁটার জ্বালা
সুবাস যদি ছড়ায় ফুল,
নইলে আমি জখম ভ্রমর,
মুখ ফিরিয়ে বেঁধাই হুল।
হুলের বিষ লুকিয়ে রাখি,
ভাবছো কি তাই গোবেচারা?
ভীরুতা নয়, মর্যাদাবোধ
হয়তো মানে ক্ষণিক হারা।
হেরেও জেতার মন্ত্র জানি,
হাসিমুখেই তাইতো হারি,
স্বখাতেতেই পড়বে মানি
অতি চালাক স্বেচ্ছাচারী।
স্বেচ্ছাচারীর আকাশ কালো,
যতই উড়ুক খাবেই ঠোকা,
শান্ত জলেও চাঁদের আলো,
জ্ঞানী সেজেই মরবে বোকা।