বেলাভূমি
------------
থমকে দাঁড়াই অনেকটা পথ এসে
'কতখানি পিছিয়ে আছো তুমি?'
ফিরে দেখি আকাশ ছুঁয়েছে মাটি,
শূন্য চোখে শূন্য বেলাভূমি।

জোছনাতে বেশ স্পষ্ট যায় দেখা,
বেলায় শুধু আমার পায়ের ছাপ,
কষছে হিসাব আছড়ে পড়া ঢেউ
পায়ে পায়ে জমছে কত পাপ।

সাগরের বুকে ঝড়ের আয়োজন
অলক্ষ্যেতেই চলছিল নির্ঘাত,
ঢাকলো আকাশ ঘন কালো মেঘে
জোছনা ঢেকে জাগছে আসল রাত।

থমকে থাকা পায়ের উপর ঝড়
ঠেলছে আবার সামনে পথের দিকে।
দূরে কোথাও ভাঙছে নদীর পাড়,
রাতের কালো হচ্ছে তখন ফিকে।

মিলিয়ে কি যায় রাতের অনুরণন?
বাজছে কানে তোমারই শীৎকার,
দিচ্ছে ঢেকে রাত-কোকিলের কুহু
ভোর-কাকেদের সুতীব্র চিৎকার।
-------------------------------------
*৩৫০তম কবিতা