'
লম্বা সফরে প্রত্যাশাহীন  বিঘ্নতায়
দক্ষ্ চালকের আফশোস,
'যত্নে রেখেও ঠিকঠাক চলে না গাড়ি,
পথ ছাড়া কাকে দিই দোষ?'

ফিক করে হেসে বলে আকাশের চাঁদ,
'গমনাঙ্গ নয় যার ডানা
তার তরে মাটি-পথে পাতা থাকে ফাঁদ,
খুশি মতো ওড়া তার মানা।'