কথা ছিল বৃষ্টি দেবে মেঘ
অথচ অগ্নিবর্ষণে সাজানো ফসল ছারখার,
চোখের সামনেই দেখেছি
লৌকিক মায়াজাল,তাজ্জব বনে যাই বার বার,
চুক্তিতে বাঁধা ঐ ছত্রধারী
স্নিগ্ধ বিকেলে বিশ্বস্ত সহচর, নিরুদ্বিগ্ন পথ।
প্রখর দুপুরে চুক্তিভঙ্গ,
রঙীন প্রজাপতি অনায়াসে হয় বিবর্ণ মথ।
জহুরি-চোখে খুঁজেছি কত!
মায়া-মমতার মমতা কোথায়?সব যেন মায়া,
আকাশের সাথে সখ্য ক'রে
পৃথিবীর ধূলিকণায় দেখেছি কেবলই কায়া।
নীল গ্রহে বিরচিত গদ্যে
কথা আছে জাল বিছাবার,কথা-সুর নেই গানে,
মহাকাশে কবিতার বাস,
আচরণ' নামের শব্দটি খুঁজে যাই অভিধানে।