অনেক সময় অসুখ হলে
তেতো ওষুধও গিলতে হয়,
অসুখটা তো নিজের দোষেই
তাই কি গো এই পরাজয়?
স্বভাব যেন ছাইয়ের নিচে
লুকিয়ে রাখা হুতাশন,
মাটির মায়া ফলের মায়া
দগ্ধ করে যে কোন ক্ষণ,
ভরসা তবু ঝড়ের কাছে
ঠিক সময়ে ঝড়টা ওঠে,
অগ্নিশিখা ক্ষণিক নাচে
তারপরেতেই মরণ জোটে,
মাটির শাপে ফলের শাপে
সেই আগুনে নিজেই পোড়ে,
বাপও রেহাই পায় না পাপে,
হেসেই নদী ওপার গড়ে।