পাহাড় সাগর নদী-নালা
আকাশ বাতাস গাছপালা
তারপর কীট-পতঙ্গ পাখি
জন্তু সরীসৃপ আরো কত কি,
হে মহী,তবু কি ভরেনি বুক?
মানুষ এনে মিলেছে কি সুখ?
এনেছো কুমীর খাল কেটে,
যেতে তো হবেই তারই পেটে,
যদিও মানুষদের বাঁচাতে
রেখেছিলে পরিধির খাঁচাতে,
অথচ ভিতর-খাঁচায় বিষধর,
ফণার আঘাতে খাঁচা যে ছারখার,
সব পিছুটান সব মানবিক দায়
কামনার আগুনে ছাই হয়ে যায়,
কোথায় মূল্যবোধ,কোথায় প্রেম?
বিশ্বাস উধাও, পড়ে আছে ফ্রেম।