পাঁচ এক্কে পাঁচ
অন্যদেরও বাঁচতে দিয়ে নিজেও তবে বাঁচ,
পাঁচ দুগুণে দশ
আস্থাবিহীন সম্পর্কে নামতে পারে ধস,
পা্ঁচ তিনে পনেরো
প্রাপ্য দাও আম জনতার,দাও আর্ত জনেরও,
পাঁচ চারে কুড়ি
কেউ যে বলে চালভাজা, কেউ বা বলে মুড়ি,
পাঁচ পাঁচে পঁচিশ
ধরিয়োনা সিগারেট, ছুঁড়ে ফেলো ম্যাচিস,
পাঁচ ছয়ে তিরিশ
ভেবে দ্যাখ মনে মনে দেশকে তুই কী দিস?
পাঁচ সাতে পঁয়ত্রিশ
রত্নগর্ভা ছিল একদিন আজকের এই গ্রিস,
পাঁচ আটে চল্লিশ
ইমান যাতে রাখতে পারি বিধি সেই বল দিস,
পাঁচ নয়ে পঁয়তাল্লিশ
সাবধানে ফেলো পা,ফাঁদ পাতে ইবলিশ,
পাঁচ দশে পঞ্চাশ
বিধির কাছে স্বার্থবিহীন উদার এক মন চাস।