আজ সকাল থেকেই বহু পেজ ওপেন করা যাচ্ছে না।আবার হঠাৎ করে কোন কোন পেজ ওপেন হচ্ছে, পরক্ষণে আবার সেই একই কথার প্রদর্শন, আভ্যন্তরীণ গোলযোগের কারণে এই মুহূর্তে পাতাটি প্রদর্শন করা যাচ্ছে না।সারাদিন পার হয়ে গেল, কিন্তু মুহূর্তটি একই থেকে গেল।কিন্তু এডমিনের পক্ষ থেকে কোন সাড়া শব্দও মিলছে না। ফলে কবি-পাঠকদের উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক।
এ বিষয়ে প্রকৃত কারণটা কি তা জানিয়ে যত শীঘ্র সম্ভব বিজ্ঞপ্তি আশা করছি।