লিমেরিক
----------------
শক্তের সে  ভক্ত ভীষণ,  নরমের যম,
পচা বেলও দামী বেশি,আপেলের কম,
বলো যদি,'হাত মেলা'
পাবে  তার  অবহেলা,
লাঠি নিয়ে তেড়ে গেলে জানায় সেলাম।