মা
-------
মা ছাড়া কি কারো সাথে
নাড়ির যোগটা থাকে?
মায়ের মতো এই জগতে
বলবো আপন কাকে?
মা-ই শেখান বলতে কথা,
হাঁটানও হাত ধরে,
হাতে খড়ির অ আ ক খ
শেখান আদর করে,
স্বার্থবিহীন এমন বাঁধন
নেই দুনিয়ার বুকে,
সন্তানের দুখেই দুঃখী মা,
সুখী তারই সুখে,
শোধ করা কি যায় গো বলো
মায়ের অপার ঋণ?
যায় কি ভোলা জীবন-ঊষার
চোখ ফোটানোর দিন?
মায়ের বুকের উষ্ণতাতে
জুড়ায় সকল জ্বালা,
মায়ের হাতের ফুল দিয়ে তাই
সাজাই জীবনমালা।