ভাতের মতো কথাও কি বাসি হয়,
জল না মেশালেই পচা?
তবু কথাতেই গাঁথা এ জীবন-মালা,
কথায় মনজয় কথায় খোঁচা,
কথাতেই গড়ে ওঠে সুরেলা গান,
কথাতেই সৃষ্টি্ হয় কলহ,
কখনো জুড়ায় তপ্ত আকুল প্রাণ,
কখনো হয়ে ওঠে দুঃসহ,
অর্থ কি কিছুই করতে হয় ব্যয়?
মাগনায় তো মেলে শ্বাসবায়ু,
তবু কী অসীম ক্ষমতা এ কথার,
নির্ণয় করে সম্পর্কের আয়ু।