পায়ের ছাপ রাখছো না কো,
যাচ্ছো তবু বেড়িয়ে,
অহং বোধ টনটনে খুব,
তাই কি যাও এড়িয়ে?
স্বপ্ন কেবল মনের কোণে,
কল্পনাতে সুখ খোঁজো,
স্বপ্নকুমার হাত বাড়ালে
দু হাঁটুতে মুখ গোঁজো,
ঘ্যাম তোমাকে দেয় কি কিছু?
নিজের কাছেই ঠকা,
চোখের ভাষা দিচ্ছে ধরা,
মনকে মিছেই বকা।