'যেমন কর্ম তেমন ফল'
বলে গেছে গুরু,
তবু দেখি জিভ কেটে ফের
কুকর্ম হয় শুরু,
নাম হোক যেমন তেমন
কামেই পরিচয়,
রূপ দিয়েও যায় না করা
সকল কিছু জয়,
নাম তো দেখি আমির আলি
হয় না যে তার খাওয়া
ফকির আলির বিশাল বাড়ি,
গাড়িতেই আসা-যাওয়া,
জন্ম থেকেই অন্ধ মেয়ের
সুলোচনা নাম,
কসাইয়ের নাম রহিম হলে
পায় কি সেটা দাম?
রূপও কি আর কাজের তেমন?
গুণ যদি না থাকে,
বদ-স্বভাবের কুকর্ম-দোষ
রূপে কি আর ঢাকে?
সৎ কর্মই ঢাকতে পারে
অন্য সকল ত্রুটি,
সততার তাই বিকল্প নেই,
এটাই আসল ঘুঁটি।