এই বিশ্বমাঝারে প্রতিটি ধূলিকণা
নিঃশব্দে করে যায় তোমার আরাধনা
মূঢ় মানবের এ কি মতিভ্রম? প্রভু
দৃষ্টি দিয়েছো সেরা,চক্ষু মুদিত তবু,
জ্ঞান-সূর্য প্রলোভন-মেঘে আচ্ছাদিত,
ঠুনকো খেলনা পেয়ে হয় আহ্লাদিত,
পরীক্ষা হয়েছে শুরু হয় নি যে শেষ,
খাতা দেখে হাসছো কি,যে হাসিতে শ্লেষ?
ঝড় তোলো,প্রলোভন-মেঘ যাক উড়ে
সুবুদ্ধির আলো পড়ুক হৃদয়-জুড়ে,
লালসায় যারা কলুষিত করে বিশ্ব,
ঘৃণ্য কীটের মতোই হোক তারা নিঃস্ব,
নালা-নীর আজ মটকায় বাঁধে বাসা,
যায় কি সহা প্রভু? জাগাও মনে আশা।