প্রেম-প্রার্থীদের বিশাল ভিড়
যেন প্রেমিক-জ্যাম
চোখ ধেঁধে যায় রুপের ছটায়
তাই বুঝি তোর ঘ্যাম?
মুচকি হেসে বিট্রে করিস
আবার আসে ধেয়ে,
মেঘে মেঘে যাচ্ছে বেলা
এই বেলা দ্যাখ চেয়ে,
দামী খাটে একলা থাকিস
বিফলে যায় মধু,
গুন গুনিয়ে ভ্রমর পালায়
মন-মরুও ধু ধু,
ভাবিস "তেমন পুরুষ কোথা?
সব যে সারমেয়"
তারার ভিড়ে ধ্রুব যেটি
করিস তাকেও হেয়,
সত্যি যদি রতন হতিস,
নিতিস রতন চিনে,
কি দাম আছে তোর ঐ রূপের
মনের মানুষ বিনে?