কে দো্ষী আর কে দোষী নয়
তর্কটা হোক তোলা
বিড়াল তোমার বের যে হবেই
সামলে রেখো ঝোলা,
কাল ছিলে বাস্তুহারা আজ বলছো
'আরও বেশি চাই'
বলছো যাদের ছাড়তে ভিটে,তারা
ছাড়বে কেন ঠাঁই?
যারা কাড়তে চায় গায়ের জোরে,
হয় কি তারা সভ্য?
থাকতে সন্তান, মায়ের ইজ্জত
হয় কি সহজলভ্য?
কোন্ দোষে আজ বলতে পারো
রক্ত ঝরায় শিশু?
দুনিয়ার 'মানুষ' বলছে শোনো,
'কাজটা করে পশু'
গাজা-ভূখণ্ডে করছো যে পাপ,
মিলবে না তার মাপ,
এই দুনিয়ার শত কোটি শিশুর
ফলবেই অভিশাপ।