রক্তধারায় আজো সেই সুদূর, সেই জঙ্গুলে আঁতুড়ালয়,
কবি নয়, রত আমি মানুষ হওয়ার কঠিন সাধনায়।
অতর্কিত শ্বাপদ-হামলার শঙ্কায় সদা সতর্ক পাহারা,
পাল্টা দংশন পশুসুলভ, মগজাস্ত্রই মানুষের সাহারা।
সভ্যতা বলেছিল,'মানুষেরা দল বাঁধো,গড়ে তোল সমাজ,
কথা বলা,কথা শোনা,কথা লেখা,কথা পড়া তোমাদের কাজ'
তবু মাঝে মাঝে জঙ্গল উঁকি দেয়,অধরা থেকে যায় সিদ্ধি,
আদিমতা বন থেকে ছুটে এসে কেড়ে নেয় মানুষের বুদ্ধি,
আয়না সামনে রেখে সাধনাটা আজো তাই থেকে যায় জারি,
চোখ মেলি চারপাশে, শ্বাপদের সংখ্যাটা এখনো কি ভারি?
ফুলের বাগান, কেমিক্যাল ফ্যাক্টরি লিখে যায় কথা বাতাসে,
হৃদয়ে ফুল্লতা আনে কেউ, কেউ বিষ বয়ে আনে ফুসফুসে।
বাগান হতে চাই, সাধনায় ফোটাতে চাই সুবাসিত ফুল,
তাই তো আগে মানুষ হতে চাই,তোমরা দেখিয়ে দিয়ো ভুল।