নিরীহ পথিক পথ হেঁটে যায়
মৌমাছি ফুটিয়ে দেয় হুল,
বলে,'যা করেছি বেশ করেছি'
স্বীকার করে না তার ভুল।

                ২
অকারণ প্রশংসায় যে-ই না কাক
গান গাইতে মুখটা করেছে হাঁ
মাংসের টুকরো শিয়ালের পেটে
কাক রে,বসে এখন হাওয়া খা।
                            --- [প্রবাদ-গল্প]
                ৩
আসল জহুরি যারা ডুব দেয় জানি
সেই সব সরোবরে আছে যেথা মণি,
বদ্ধ ডোবায় কেন নিয়ে যাও ডেকে
'সময় যে অমূল্য' বায়ু বলে হেঁকে।

                ৪
ফল যার আছে তার নুয়ে পড়ে শাখা
ডাল-পালা খালি যার হয় একরোখা
উদ্ধত মাথা তাদের হামবড়াই মনে
নম্রতা দেখায় শুধু খাঁটি গুণীজনে।