অনন্ত সময়ে লীন হবে জানি ক্ষুদ্র এ সময়।
আরো একটু অপেক্ষায় থাকো, হে অস্তিত্ববিহীন,
জানি একদিন তুমি ঘিরে রেখেছিলে আমায়
রোদ জল তুফানে, হে সবুজ পাতা,
কত অসহায় আমি, ঝুলে থাকি দোল খাই
অনন্ত প্রসারিত শাখায় অথবা প্রশাখায়,
স্পষ্ট দেখি তোমার অজস্র শিরা-উপশিরা
অর্থহীন প্রাণবায়ু আর রসদের ধারা,
মনে হতো চিরকাল থেকে যাবে গাঢ় সবুজ রঙ,
বুঝিনি তো যত রঙ সবই পাওয়া ফেরতের অঙ্গিকারে,
তাই বুঝি একটু একটু করে বিবর্ণ হতে হতে
ঝরে গেলে, মিশে গেলে, রেখে গেলে নিষ্ফলা স্মৃতি,
অকারণ মনে হয় এই কোলাহল, এই প্রীতি আলিঙ্গন,
"হে ক্ষুদ্র ফল, হে এক টুকরো সময়"--
তুমি তো এই নামে কখনো ডাকো নি আমায়?
তবু এখনো কিছুটা সবুজ আভা রয়েছে ত্বকে,
হয়তো বা বিবর্ণ হতে হতে আরো বহু বার খেতে হবে দোল,
এখনো ঘিরে রাখা পাতারা স্পর্শ পেয়ে খুশি হবে,
খুশি হবো আমিও তাদের স্নিগ্ধ শীতল ব্যজনে,
তবু জানি, আমারও একদিন শোধবোধ হয়ে যাবে
রঙের আদান-প্রদান,
হয়তো বা বিবর্ণ থাকবে না সুদীর্ঘ ক্ষণ,
কেন জানি মনে হয়, সেই খেয়ালী রঙ ওয়ালা
অপরিশোধ্য ঋণে চিরস্থায়ী নীল ঢেলে দেবে সারা গায়ে,
অনন্ত প্রতীক্ষা নয়, আর একটু অপেক্ষায় থাকো,
তোমারই মতো আরো এক টুকরো নীল হয়ে
চিরবিরাজিত হবো অনন্ত আকাশে,