আমি বিস্মিত হই, ব্যথিত হই, কষ্ট পাই শ্বাস নিতে,
চারদিকে শুধু ভাঙনের শব্দ,বাতাস ভারি হয়ে ওঠে,
প্যানপ্যানানির মতো একঘেয়ে শব্দে বীতশ্রদ্ধ আমি,
আমি সামনে তাকাতে চাই,শ্বাস নিতে চাই শ্মশানের
ছাইমুক্ত, ভালবাসায় আর্দ্র বর্ণময় সুরভিত বাতাসে।
সময়ের সবকিছু ভোগে আসে না কিছুতেই,যে টুকু
ভোগের, বঁটিতে নিয়েছি কুটে, খোসা তো জমবেই,
জমবেই কিছু আবর্জনা,সযত্নে ঢেকে রাখি ডাস্টবিনে,
তুমি কেন ঢাকনি খুলে দুর্গন্ধ ছড়াও খোলা বাতাসে?
আমি সুন্দর ভালবাসি, ভালবাসি সৌরভ, ভালবাসি
শুনে যেতে সমবেত কণ্ঠে সুশ্রুত জীবনের জয়গান,
অথচ তোমার তলবী দীর্ঘশ্বাসে বাতাস দূষিত হয় অহরহ,
সংক্রামিত হয় হাওয়াসেবী মানুষের তাজা ফুসফুস,
ক্রমে ক্রমে আসক্তির মতো মারণ ধো্ঁয়ায় অভ্যস্ত
হয় যদি,ভুলে যাবে সকালের ভ্রমণ নরম সবুজ ঘাসে,
ভুলে যাবে দুপুরে রোদে ডোবা সূর্যমুখীর অনাবিল হাসি,
ভুলে যাবে স্নিগ্ধ বিকেলে দিঘি-পাড়ে পাখীদের গান,
ভুলে যাবে গোধূলির রক্তিম ধূলোয় অপরূপ স্নান,
ভুলে যাবে সন্ধ্যার আকাশে দ্বিতীয়া চাঁদের হাতছানি,
ভুলে যাবে বৃষ্টিস্নাত রাতে প্রিয় বাহুর স্বর্গীয় আলিঙ্গন।