আবার দেখো,মায়াজালে সব ফাঁসছে,
ভাগ্যবিধাতা ওই পারে বসে হাসছে,
শপথেরা সব গড়াগড়ি খায় পথে
কালো দাগগুলো ঢাকা পড়ে ওই নথে,
মুগুরের হাত কুড়িয়ে নিয়েছে মালা
তখ্ তে বসিয়ে মেটাবে বুকের জ্বালা,
বিদ্রোহী সেনা কোণঠাসা হয়েছে চালে
হারানো সাথী ধরা দিয়েছে ফের জালে।
ঘৃণ্যরা আজ পুজ্য হয়েছে,রেখো জেনে
ঘুরছে পৃথিবী হিজরি হিসাব মেনে,
ভিড়ছে যত তরী ঘাট ফেলে আঘাটে
সস্তার মধু সাজিয়েছে পসরা হাটে,
কাঠের অগ্নি সইবে কত ক্ষণ হাতে?
শক্তি দাও হে প্রভু, সইতে পারি যাতে।