কে
তুমি
অলক্ষ্যে
নির্বিকার?
মহা বিশ্বের
অতি নিষ্ঠাবান
মহান চৌকিদার!
মেতেছি এ কি খেলায়,
নিয়ম ভঙ্গ হয়,
তবু কেড়ে নিই
বিপক্ষ বল,
ফাউলের
শুনি না
বাঁশি
যে!