সূর্যটা যে কেন ওঠে  ভেবেই  পায় না  পেঁচা!
প্রার্থনা তার,'হায় ভগবান্ আলোর থেকে বাঁচা,
অন্ধকারের জীব যে আমি
রক্ষা করো আমায়  স্বামী,
দিবসটাকে হয় যে মনে বিশাল আলোর খা্ঁচা।
-----------------------------------------------
পেঁচা এখানে প্রতীকমাত্র। যারা অন্ধকার জগতে(অর্থাৎ অপরাধ জগতে) থাকতে ভালবাসে তারা আলো-কে (অর্থাৎ সত্য-সুন্দরকে) অপছন্দ করে।