----------এ
প্রাণ
কেবল
সাহারায়
খুঁজিয়া ফেরে
রঙা মরুদ্যান,
হবে কি অবসান
এ দুঃসহ প্রতীক্ষার?
অন্তরীক্ষের ঐ যে
অনন্ত নীলিমা
তারই তলে
ধূ স র তা!
শোভা কি
পা য়
তা?
------------------------------------------------
সাধু-চলিতের মিশ্রণের স্বাধীনতাটুকু কবিরা নিয়ে থাকেন।অজস্র দৃষ্টান্ত আছে।
যেমন,
'দুয়ার বাহিরে যেমনি চাহি রে মনে হল যেন চিনি'(লীলাসঙ্গিনী-রবীন্দ্রনাথ)
বাহিরে, চাহি রে (সাধু), হল (চলিত)