চলছে লড়াই বিশ্ব কাঁপিয়ে
কে কেড়ে নেবে কার বল,
কথার লড়াই আনাচে কানাচে
যুদ্ধশেষে জিতবে যে কোন্ দল!
চড় চড় করে চড়ছে পারদ,
যেন তা থৈ তা থৈ নাচছে নারদ,
সূচাগ্র মেদিনী সহজে কি দেবে কেউ?
দুদিকেই দেখি আছড়ে পড়ে আক্রমণের ঢেউ,
নামীদামী দলও খাচ্ছে যে হিমশিম,
কোন মতে জিতে আশা বাঁচে টিমটিম,
সুইস ব্যাঙ্কে টাকা নেই তাই নেইকো পক্ষপাত,*
একটু হলেই প্রিয় আর্জেন্টিনা হচ্ছিল কুপোকাত,
সে যে জিনিয়াস বোঝালোই শেষে মেসি,
শেষ বাঁশি বাজার আগেই হাসলো যে শেষ হাসি,
সোনার পায়ে স্বপ্নের পাশ, চিৎকার এলো 'গো-ল'
ওস্তাদের মারে পুরো খেলাটার পাল্টেই গেল ভোল।
---------------------------------------------------
* ২/৭/২০১৪ তারিখে অনুষ্ঠিত সুইজারল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের প্রেক্ষিতে।