সব যুগে সব দেশে মানুষের একটা সাধারণ ধারণা, কবিরা হলেন কল্পনা জগতের মানুষ।কিন্তু এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে, কবিদেরও একটা ব্যক্তিজীবন থাকে।আমার প্রশ্ন হলো কবিদের ব্যক্তিজীবনের টানাপোড়েন তাঁর কবিতার ওপর কতটা প্রভাব ফেলে অথবা আদৌ প্রভাব ফেলে কি না।আমাদের এই আসরে একজন সদ্য অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী কবি ছিলেন।নিয়মিত কবির তালিকায় দীর্ঘদিন ধরে তাঁর নাম ছিল।কবিতাও লিখতেন বেশ ভাল মানের।অন্যদের কবিতাও পড়তেন যথেষ্ট।ফলে সেরা মন্তব্যকারীদের তালিকায় ওপরের দিকেই থাকতেন।শেষের দিকে তাঁর বিভিন্ন কবিতায় ব্যক্তিজীবনের হতাশা স্পষ্টভাবে লক্ষ্য করা যেত।মন্তব্যেও জানাতেন, আর হয়তো বেশিদিন আসরে থাকতে পারবো না।সত্যি সত্যিই একদিন তিনি উধাও হয়ে গেলেন আসর থেকে।
আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, যেদিন পারিবারিক, সামাজিক, আর্থিক অথবা কর্মগত কারণে অথবা কারো সাথে সম্পর্কগত টানাপোড়েনের কারণে মন খুব খারাপ থাকে সেদিন চেষ্টা করলেও কবিতা আসে না। বাস্তব-ভাবনা মগজে খুব বেশি প্রভাব ফেলার কারণেই হয়তো এটা ঘটে।তবে অনেক সময়, সেসব দূরে সরিয়ে রেখেও সম্পূর্ণ আলাদা কোন থিম নিয়ে কবিতাও লিখেছি কোন কোন দিন।
এখন প্রশ্ন হলো কবির ব্যক্তিজীবনের টানাপোড়েন তাঁর কবিতায় কতটা প্রভাব ফেলে অথবা আদৌ ফেলে কি না? অভিজ্ঞতার আলোকে আপনার মতামত জানালে খুশি হবো।