সেই
সুন্দর
জীবনের
পবিত্র মাস,
যে জীবন দেয়
মলয় বাতাসের
বিশুদ্ধ স্নিগ্ধ প্রশ্বাস,
'বাঁচো আর বাঁচতে দাও'
এ মন্ত্রে মানুষ নেয় দীক্ষা,
এ ভুবন হতে পারে সুন্দর
বারো মাস মানি যদি ওই শিক্ষা।
অব্যর্থ এ মলম পৃথিবীর ঘায়ে,
সংযমের শৃঙ্খল দিতে যেন পারি
বেলাগাম হতে চাওয়া স্বভাবের পায়ে।