'নানা মুনির নানা মত' অকাট্য সত্য,
আগে লোকেরা তবু মাপকাঠি ধরতো,
এখন কি মানে কেউ সেই মাপকাঠি?
'আমি ঠিক' 'আমি ঠিক' হয় লাঠালাঠি,
কে যে ঠিক কে যে ভুল বলবে কে শুনি?
প্রমাণে ব্যস্ত সবাই, সে যে কত গুণী,
কেউ কেউ পায়াভারি,গোঁ ধরেই থাকে,
কিল মারে এঁচোড়েতে,যদি সেটা পাকে।
জীবনে যে কখনই করেনাকো ভুল--
তার বুঝি চারটি পা, পিছনে লাঙ্গুল!
তবু দেখি আছে এক 'হামবড়া' প্রাণী,
মানুষ হলেও তা বিশেষ এক শ্রেণি!
ভুল স্বীকারে তাদের অহং-এ বাধে,
নুন দিতে ভুলে গেলেও সুন্দর রাঁধে!