সে
যদি
এভাবে
আমাকেই
অন্ধের মতো
ভুল বুঝে যায়,
তাকাবই না আর
তার ঐ চোখের দিকে,
বুঝেছি সেটাই যে ফাঁদ,
হায়!কেন তবু ওঠে চাঁদ?
কল্পনা-ডানায় যত পালক
সবই তার এক একটা ক্ষণ,
তবু সেখানে নেই ভুল বোঝাবুঝি,
অলক্ষ্যের ভাললাগা ভাল রাখে মন,
আকাশেই থাকো চাঁদ, হয়ো না উচাটন।