সে আসবে বলেই বসে থাকি পাড়ে,
কোন কোন দিন আসে,
আবার আসেও না কোন কোন দিন,
আজও বসে আছি রঙ তুলি নিয়ে,
তবু সে আসছে না কিছুতেই,
সত্যিই কি আসছে না?
আসছে তো, কিন্তু থাকছে না বেশিক্ষণ,
ওই যে প্রবহমান নদী
ওর গর্ভেই তো তার বাস,
সেখানেই তার খেলাঘর,
তার অবাধ বিচরণ ক্ষেত্র,
ইচ্ছে তো তার হতেই পারে,
"আজ ধরা দেবো না তুলিতে,
আজ শুধুই ডুব সাঁতার সারাদিন,"
তবু আপন খেয়ালে লাফ দেয় ডলফিন,
কোন কোন দিন কোলে এসে পড়ে,
আবার পরক্ষণেই তলিয়ে যায় কোন কোন দিন,
অথচ পোর্ট্রেট আঁকতে হলে
বেশ কিছুটা সময় স্পষ্ট আলোয়
চোখের সামনে থাকাটা জরুরি,
তাই কোন কোন দিন ক্যানভাস খালি থেকে যায়...