কেন এসেছো এখানে?
কি তোমার মতলব শুনি?
হয়তো নিজেও জানো না
একজনই শিক্ষক কেবল
এই পৃথিবীর পাঠশালায় ,
নীল বোর্ডে একটাই সূর্য
বাকিরা ঘুরছে চারদিকে,
রবি নামের এক নক্ষত্রও
নিজেকে সূর্য ভাবেনি কখনো,
দৃপ্ত কণ্ঠে বলেছিল, আমার
মাথা নত করে দাও হে প্রভু,
অথচ তুমি ভেবেই নিয়েছো
সবকিছু আবর্তিত তোমাকে ঘিরে,
শিশুরও আছে যে অন্যায়বোধ,
হাত ধরে শেখাতে হবে কেন সেটা!
কে বলবে 'রাজা তোর কাপড় কোথা?'
চাটুকার পেতে চায় রাজার কৃপা।