কিছুই কি দেখা যাচ্ছে না প্রিয়?
মেঘটা কি সত্যিই খুব ঘন?
যদি সরিয়ে দিই এক ফুঁয়ে?
ফিক করে যদি হেসে ওঠে চাঁদ,
দেখতে কি পাবেই সবকিছু?
যকৃৎ, হৃদয় অথবা ফুসফুস?
তার চেয়ে এই ভাল,এই আধো অন্ধকার,
আর যদি মনে হয় এখানে সবই বন্ধ দ্বার,
আলোঘর অপেক্ষায় আছে,
নিশ্চিন্ত্যে ফিরে যেতে পারো সেখানে,
এখানে মেঘে ঢাকা চাঁদ, তারারাও
লুকোচুরি খেলে অহরহ,
হারিয়ে যেতেই পারো যেকোন সময়,
অথবা রমণীকেও মনে হতে পারে
মরুর বুকের কোন খেঁজুর গাছ,
আর যারা হারিয়ে যেতে চাও নিঃশর্তে
তারা বিচরণ করতেই পারো কিছুটা সময়,
তবেই পেয়ে যেতে পারো রাত-ফুলের গন্ধ,
আর কে না জানে, রাতে ফোটা ফুলেরা
আকাশের বুকে ছড়িয়ে দেয় মন-মাতানো সুবাস,
ঘ্রাণশক্তি থাকে যদি, সেই সুগন্ধ অনুসরণ করে
পৌঁছে যেতেই পারো কাঙ্খিত ঠিকানায় ...