*  নিভে গেছে আকাশ-প্রদীপ  *
------------------------------
শতক তখনো একুশে দেয়নি পা,
বাতাসে অজানা এক গন্ধ,
অংকের খাতায় হাজার কাটাকুটি
বই খোলা, দু্টি চোখ বন্ধ,
ধরা যেত পড়শীর হাত, আবদ্ধ
থাকতো না  দেশলাই বাক্সে,
ঘোষ পুকুরে মতলবী সাঁতার
ঘাটে তোমার সিনান লাক্সে,
সময় বদল টেবিলের এলার্মে
জানাতো কখন উঠবে ছাদে,
সর্ষে এড়িয়ে উড়ে যেত পায়রা
ধরা দিতে চাইতো না ফাঁদে,
চিরকুট মোড়া পাথরটি পড়তো
ঠিক তোমার পায়ের কাছে,
ভয়ে ভয়ে তুমি ছুঁড়ে দিতে ফের,
মা-কাকিরা দেখে ফেলে পাছে,
তবু জানি চিরকুটখানি ছিল তখন
কতই না মহাদামী এক রত্ন!
তোমার গন্ধ লেগে ছিল তাতে
সংরক্ষণে তাই কতই না যত্ন!
তারপর সেই এ পাড়ার পুজো,
যেন প্রেমিকের মাহেন্দ্রক্ষণ,
উৎসবে বিগলিত বড়রাও সব
ভুলে যেত বুঝি শাসন-বারণ,
অঞ্জলি দিতে অবাধে দাঁড়িয়ে পড়া
ঠিক-ঠাক তোমারই পাশে
আড়চোখে দেখা তোমার দু চোখ
যেন বলতো 'ভালবাসে'।
আরো এক উৎসবে মিলে যেত
আকাশ ছোঁয়ার অবকাশ,
রবীন্দ্র-নজরুল জন্ম-তিথীতে
ঘটে যেত প্রেমের প্রকাশ।
আজ আর নেই সেই পাশের বাড়ি
আছে শুধু ছোট ছোট দ্বীপ
চার দেয়ালের কাঁধে সমাজের লাশ
নিভে গেছে আকাশ-প্রদীপ।
---------
কলকাতা -- ৭০০১২৫
২১/০৬/২০১৪