লক্ষ্মী হয়ে বেশ তো ছিলাম ভরতো তো মন গানে
হঠাৎ শুরু দুষ্ট জিনের ফুসমন্তর কানে,
"একঘেয়ে গান ঢের শুনেছিস,
নে না এবার নতুন গানের মজা!
ফ্যাল নামিয়ে উড়তে থাকা সতী-সাধ্বীর ধ্বজা,
তোর শরীরের গুম কুঠুরি সাজানো বৈভবে,
মনের ডানা সারা জীবন গুটিয়েই কি রবে?
কত কাঙাল ফিরেই গেল, দেখলি না মুখ তুলে,
বাক্স-বন্দী রত্ন যে তোর, গেলিই না কি ভুলে?
যার জন্যে বিলিয়ে গেলি নয় সে মোটেই সাধু,
তুইও এবার দেখিয়ে দে তোর মনমোহিনী যাদু,
গুম কুঠুরি গুমরে মরে, লাগা এবার কাজে
আটপৌরে পরেই গেলি, সাজ না নতুন সাজে,
বিকেলগুলো উদাস উদাস, বুকটা যে তোর খালি,
সহজ পাওয়ায় পাচ্ছে কি দাম তোর এই রূপের ডালি?"
বেশ তো ছিলাম লক্ষ্মী হয়ে শান্তি ছিল মনে
দুষ্ট জিনের ফুসমন্তর জ্বালায় ক্ষণে ক্ষণে,
সুখের আশায় শান্তি গেল, বিদায় নিল ঘুম
বিকট স্বরে চমকে উঠি, পৃথিবী নিঃঝুম।