মুছে ফেলো প্রসাধন, খুলে ফেলো আভরণ,
থাক শুধু স্মিত হাসি, থাক শুধু আবরণ,
কল্পনার রঙে সাজাবো নিজের মতো করে
সে রূপ দেখবো শুধুই আমি দু চোখ ভরে,
জগৎ দেখুক শীতল জলের এক নদী
কল কল গান গেয়ে বয়ে যায় নিরবধি,
মুক্তো যা আছে তা থাক না জলের গভীরে,
ডুব দিতে তো ডাকবে জানি,বসেই আছি তীরে,
নিভলে সকল আলো,প্রেমের আলো জ্বেলো
সব আবরণ তখন তুমি হেলায় ছুঁড়ে ফেলো,
অন্ধকারে চোখের ছুটি, শুরু অনুভবের পালা
প্রেমের আলো স্নিগ্ধ অতি,জুড়ায় সকল জ্বালা,
মানবী ছিলে কৃত্রিমতায়, এখন তুমি দেবী
শুচি শুদ্ধ নগ্ন রূপে বানালে আমায় কবি।