অসহায় ভেসে চলা স্রোতের খেয়ালে
এখন সংঘাত, সম্মুখে স্বপ্ন-দ্বীপ
শ্যাওলা জমেছে প্রচুর অতিক্রান্ত পথের,
মাঝে মাঝে জ্বলে ওঠে সুপ্ত প্রদীপ,
তখন স্পষ্ট দেখি তোমার কিশোরী মুখ,
সাধ হয় শোধ করে দিই সব ঋণ,
জানি,যত কাছে আসা যায় এই পৃথিবীতে
তত কাছে এসেছিলে একদিন,
কুয়াশায় ঢাকা ছিল তোমার-আমার চারিদিক
দেখিনি কেউই তেমন কুয়াশা আগে,
অজানা পথ ঢেকে ছিল, অনুভবে বুঝি শুধু,
রোদ্দুর ছিলে কি তুমি? পথখানি জাগে,
কে তুমি আমার? কি নামে ডাকবো তোমায়?
নর্ম সহচরী, না কি শুধুই সুজন?
না কানামাছি আর গোল্লাছুটের খেলার সাথী,
না কি কেবলই কৌতূহল-নিরসন?