যারা জাপটে ধরে শিকড় গেড়েছে--
তাক কর কুঠার তার পানে?
ওদের কান্না-স্রোতে ভেসে যাবে দেশ--
ক্ষয়ে যাবে তোমার তীক্ষ্ণ ফলা।
ঝড়ের দাপটেই   ধসে অবশেষ।

-------------------------------------------

বর্ণালি ইচ্ছে
       - সহিদুল হক

বর্ষারাতে বৃষ্টি হব  থাকবে যখন ছাদে ,
আদরমাখা ফাঁদ পেতেছি,পড়বে জানি ফাঁদে।

মেঘের সাথে নীল আকাশের থাক না যতই আড়ি
মেঘদুপুরে নীল সুদূরে উদাস মনের পাড়ি।

ঠিক তখনই হবই আমি  দারুণ রঙিন ঘুড়ি
মুগ্ধচোখে দেখবে তুমি, বেশ মানাবে জুড়ি।

যখন তুমি সাগরতটে রোদ পোহাবে একা
তখন আমি জোয়ার হয়ে আঁকবো প্রেমের রেখা।

ঝড়ের সময় দৌড়ে এসে কদমততলায় থেকো
পাপড়ি হয়ে ঝরবো বুকে শরমে মুখ ঢেকো।

শুক্ল রাতে  যখন তুমি ফুলের জোছনারানি
চকোর হয়ে আমি তখন পিয়াসি ফুলদানি ।

জানলাখোলা রাতদুপুরে স্বপ্ন চোখে এলে
পক্ষীরাজে আসবো কাছে রঙিন ডানা মেলে।

পাখির ডাকে তৃপ্ত চোখে দেখবে যখন আলো
দ্বন্দ্ব-দ্বিধা কাটবে জানি বাসবে আমায় ভালো ।

তখন আমি বাতাস হয়ে সর্ষে ক্ষেতে রবো ;
ভাদ্দরেতে রোদ্দুর হয়ো, পলকেই মিশে যাবো।