সকালের ধূলো বিকেলের বালি আর রাত্তিরের কাদা
আহা! যদি খালি পায়ে হাঁটার অভ্যাস থাকতো!
ভাবতে গিয়েই হোঁচট,
জুতোটার যা অবস্থা, হয় মেরামত
না হয় আঁস্তাকুড়
এ জীবনে কতবার যে জুতো বদলানো হলো!
যদিও আজকাল আর নতুন জুতো পাওয়ার আনন্দ
অনুভূত হয় না আগের মতো,
ভাবছি এবার থেকে খালি পায়েই হাঁটবো...