কোথায় গেল পাহাড়টার সবুজাভা?
সেদিনও দেখেছি পাহাড়টার গায়ে
লতাগুল্মের মাখামাখি আদর,
আজ সেখানে সবুজের ছিটেফোঁটা নেই,
নেই জানা-অজানা ফুলের মধুর আলাপন,
পড়ে আছে কিছু শুকনো বিবর্ণ শিকড়ের তলানি,
যেন পাহাড়ের অজান্তেই একটু একটু করে
বাতাস শুষে নিয়েছে সবুজের চিহ্নরাশি,
স্নিগ্ধ আলো প্রখর রোদ্দুর হয়ে ঝলসে দিয়েছে
লতাগুল্মের শরীর,
অথচ তারাই একদিন সবুজ করেছিল পাহাড়টাকে।
বাতাসও তাহলে ধীরে ধীরে ব্লটিং পেপার হয়ে যায়?
সূর্যের আলোও হয়ে যায় ফোটনহীন দাহক কেবল?
এই পৃথিবীতে সমগোত্রীয়রা কত সহজেই জোট বাঁধে,
আন্দোলনের রূপরেখা বদলে গেলেও
চিড় ধরে না একতায়,
আলো বাতাস জল কখনও মেতে ওঠে সৃষ্টির খেলায়,
কখনও ধ্বংসের,
আজ তাই পাহাড়টার বুকে ঝর্ণাও নামে না,
যদিও সারা শরীর জুড়ে দগদগে ঘায়ের মতো
আজও রয়ে গেছে ঝর্ণার খাদ,
বিবর্ণ নিঃসঙ্গ পাহাড়টা তবু নিঃশ্বাসের বাষ্প দিয়ে
আকাশের গায়ে কী যেন লিখে যায় আজও ...