💄এক💄
নানা গাছে নানা ফুল
বিচিত্র শোভা,
নানা জনে নানা মত
বর্ণিল প্রভা।

💄দুই💄
ফলে ভরা গাছগুলি
নত করে শাখা,
মাথা উঁচু রাখে সে-ই
যার ডাল ফাঁকা ।

💄তিন💄
সার কথা থাকে যদি
কাল নেবে লুফে,
অন্তরে থেকে যাবে
অক্ষয় রূপে ।

💄চার💄
আলো আর আঁধারেতে
লুকোচুরি খেলা,
মাটি আর আকাশের
কেটে যায় বেলা ।

💄পাঁচ💄
ঝড় আর তুষারের
দুঃসহ ব্যথা,
হাসিমুখে সয়ে যায়
পাহাড়ের মাথা।