মুগ্ধ হই, স্তব্ধ হই, নির্বাক কপোতের মত দেখি
মৃত প্রকোষ্ঠের পুনর্জন্মের অভাবিত দৃশ্যপট! তাহলে
মিথ্যে নয় পাতালপুরীর ঘুমন্ত রাজকন্যে! অথবা
বিতাড়িত রাজপুত্রের পুনরাভিষেক ভিন্ন গ্রহে!
হয়তো এভাবেই শূন্যতা থেকে সৃষ্টি হয় দৃশ্যমান
আকাশের। আমি মারণ কার্নিশের প্রান্ত থেকে দেখি
কি দারুন অলৌকিকতায় অমারাত্রির নিকষ বক্ষ
চিরে পতনোন্মুখ নক্ষত্র আবার ফিরে পায় ভিন
আকাশের শীতল শরণ! আমি দৃষ্টি পাই, বৃষ্টি পাই,
স্নাত হই অপ্রত্যাশিত অনুভবে। ছিন্ন করি
কার্নিশের অক্টোপাশ-বাঁধন দাঁতাল মরালের মতো,
নেমে আসি নিষিক্ত স্হলভূমে,
যেভাবে নেমে আসে নিশাদর্শী শিউলিফুল...