'নিরপেক্ষ' কোন বিশেষণ নয়--
বলতে পারো সোনার পাথর-বাটি;
মুখের কথা মন করে জয়;
শুধু তুমি পেয়ে যাও, যা কিছু আমার খাঁটি।
অন্তরীক্ষে অথবা পাতাল-গর্ভে,
তোমার আলোয় অথবা তোমার রাতে;
অকারণে দেখি বক্ষ ফুলেছে গর্বে--
পুষ্পে ঢেকেছে তোমার ও পথ আমার পক্ষপাতে।