পাওয়ার আগে, মন কেন তুই, করিস রে হাঁসফাঁস!
পেয়ে গেলেই তখন কেন অন্য কিছু চাস?
তোর কি শুধুই নতুনকে ছুঁই, এমনই অভ্যাস?
কাল বিকেলে নতুন মেলে মিলেছিল তাজা-
খবরখানি আজকে জানি নেই তো গরম ভাজা,
পড়তে নামাজ দেরি হলে, হবেই সে তো ক্বাজা!
তার চেয়ে তুই আকাশটাকে কাছেই নে না ডেকে!
চাইবি যাকে সেই তারাকে পাড়বি তা থেকে!!
আঁধার-ভায়া জব্দ হবে, রাখবে না ঢেকে!!!