একদা লভ্য সেই মোম থেকে যে আলোর বিচ্ছুরণ
আজও গায়ে মাখি আমি সেই নশ্বর আলো
তখনো বুঝিনি খনিগর্ভে নিকষ অন্ধকার
যেকোন সময় গিলে নিতে পারে রডোডেনড্রন, অথচ
তোমাকেই ভেবে গেছি অবিনশ্বর
যৌবন একান্তই বৃক্ষবাকলের, মজ্জার নয় বুঝিনি
যেন ক্রমশ আকাশ ফুঁড়ে দেবে মগডাল
এই বুঝি শেষ ওয়্যারেন্টি পর্ব, দুঃস্বপ্ন দেখেছি বহুকাল
আজও দেখি, এখন খনিতে কেবল ঘুটঘুটে পিট কয়লা...