- মিথ্যে তুমি কোন্ ধাতুতে গড়া?
যে দেখে তার চক্ষু ছানাবড়া।
-আমায় আবার দেখে নাকি কেউ!
তোমরা বুঝি বাঘের পিছে ফেউ?
- দেখা না-দেখা থাক, চিনিতো হাড়ে হাড়ে,
তোমার কুকলেবর লাই পেলে বাড়ে।
- বিপন্নকে উদ্ধার করি, জান কি তা ?
কতজনে কাছে টেনে করেছে মিতা।
-তুমি রয়েছো তাই 'ঠগ' রয়েছে অভিধানে,
'অপরাধীর বর্ম' এটাই তোমার মানে।