সুদূরের এই নীলে বাঁধো তুমি বাসা--
হতাশার মেঘ ফুঁড়ে জেগে ওঠে আশা।
সহস্র তারকার চারপাশে বাস--
মাঝখানে তুমি আছ হয়ে অবিনাশ।
উল্কারা খসে যায় ধ্রুবতারা খসে না--
মেঘ এসে ঢেকে দিলে কাজে মন বসে না।
দুঃখেরা পাক খায় তোমাকেই ঘিরে--
সুখেরাও রোদ হয়ে আসে ফিরে ফিরে।
তোমাকে ভেজাব বলে ঝরাই যে বৃষ্টি--
তোমাকেই বুকে রেখে যত মোর সৃষ্টি।
ঝর্ণাতে তোর মুখ ফুটে যেই ওঠে--
রোদ হয়ে চুপি চুপি মেখে নিই ঠোঁটে।
সরিষার ফুলবনে তোমাকেই পাই--
সব কাজ ফেলে রেখে ছুটে ছুটে যাই।
শশিরূপে হাসিমুখে নিশিরাতে ওঠো--
রঙধনু হয়ে তুমি এ আকাশে ফোটো।
বেদনার যত ভার রোদে রেখো মেলে--
শুষে নেব এক পলে দীপ দেব জ্বেলে।
যত কথা লিখে দিও বাতাসের হাতে--
উত্তর পেয়ে যাবে দিনে আর রাতে।