সামলে রাখো পকেট তোমার, ভদ্রবেশী চোর
ঘুরছে দেশের নেতার পাশে,খাটবে না যে জোর!
ভদ্র চোরের কায়দাখানা ভীষণ রকম সোজা--
ব্যাঙ্কে আছে দেদার টাকা,কেবল ট্যাঁকে গোঁজা!
হাজার কোটি হজম করে বিদেশে দাও পাড়ি --
পার্টির ফাণ্ডে ঢালো কিছু, নেতাদের দাও গাড়ি।
দেশের ফাণ্ডে টান পড়েছে?ভাবছো কী যে হবে!
নিত্য নতুন ট্যাক্স আছে না! চিন্তা কিসের তবে?
আমজনতা বাধ্য ভারি,বাড়ায় গলা হেসে--
সব স্ংস্থা হাতের মুঠোয়, কি আর হবে কেসে?
গণতন্ত্রের নামে এখন কর্পোরেটের রাজ
চলছে আমার মহান দেশে, হয় না তবু লাজ!
লজ্জা নিয়ে করবো কি আর? দেখছি না তো আশা--
যায় কি শোনা কোথাও এখন প্রতিবাদের ভাষা?
ভাষণ শুনে হাততালি দিই,কাজের হিসাব করছি কই?
তাই তো নেতা গাছে তুলেই নিচ্ছে কেড়ে সাধের মই!
লুটের টাকায় কিনতে যারা চায় যে প্রতিনিধি--
তারাই চালায় দেশের শাসন, তারাই বানায় বিধি!
এর চেয়ে আর লজ্জা কোথাও আছে কি আর ভাই?
দেশের ইজ্জত লুটছে যারা, নরকে হোক ঠাঁই।